চুয়াডাঙ্গায় ক্রেতা-বিক্রেতার ১ লাখ ৭ হাজার টাকা জরিমানা

0
26

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় করোনা রোধে সরকারি নির্দেশনা না মানায় দুই দোকান মালিক ও ৬ জন ক্রেতাকে ১ লাখ ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ মে) দুপুর ১২টায় এই অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, জান্নাতুল ফেরদৌস ও ফিরোজ হোসেন ।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অমান্য করে গোপনে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার কাপড়ের গলিতে কয়েকটি দোকান খোলে ব্যবসায়ীরা। পরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ২ দোকান মালিককে ১ লাখ ২ হাজার ও ৬ জন ক্রেতাকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।