চুয়াডাঙ্গায় কানাডিয়া-ইউ এস ডলারসহ আটক ১

0
29
Exif_JPEG_420

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি : 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া সীমান্ত থেকে ৮৫ হাজার কানাডিয়ান ডলার ও ২৫ হাজার ইউ এস ডলারসহ শুকুর আলী (২০) নামে ডলার পাচাকারী এক যুবককে আটক করেছে বিজিবি। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে বিজিবি। আটক শুকুর আলী জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামের সাজেদুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়েন অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ বিজিবি সদস্যদের নিয়ে দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া সীমান্তে অবস্থান নেয়। শেষ রাতের দিকে (রবিবার ভোরে) একটি মোটরসাইকেল যোগে ২ জন বড়বলদিয়া সীমান্তের দিক থেকে আসলে তাদের গতিরোধ করা হয়। এসময় অন্য এক পাচারকারী পালিয়ে গেলেও বিজিবি সদস্যরা শুকুর আলী আটক করতে সক্ষম হয়।

পরে শুকুর আলীর দেহ তল্লাশি করে ৮৫ হাজার কানাডিয়ান ডলার ও ২৫ হাজার ইউ এস ডলার উদ্ধার করা হয়। যা বাংলাদেশি টাকায় ৭৫ লাখ ৫ হাজার ৫শ টাকা। রবিবারই তাকে দামুড়হুদার দর্শনা থানায় ডলারসহ সোপর্দ করে বিজিবি। #