নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গায় করোনাভাইরাস প্রার্দুভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে তারেক রহমানের ঈদ উপহার পাঠানো হয়েছে। জেলা বিএনপির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফের সার্বিক তত্ত্বাবধানে এসব উপহার-সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা পৌর শহরের সবুজপাড়ার নিহত ছাত্রদল নেতা নাজমুলের বাড়িতে যান শরীফুজ্জামান শরীফ। এ সময় তাঁর পরিবারকে একটি সেলাই মেশিন ও ঈদসামগ্রী প্রদান করেন তিনি। পরে ফার্মপাড়ায় নিহত যুবদলের নেতা লালনের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকেও একই উপহার-সামগ্রী দেন বিএনপি নেতা শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, মহিলা দলের নেত্রী ও পৌর কাউন্সিলর শেফালী বেগম, পৌর বিএনপির সাবেক সহসভাপতি খায়রুল ইসলাম, হাফিজুর ইসলাম মুক্ত, জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্পবিষয়ক সম্পাদক শাহাজামাল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপলব, ছাত্রনেতা সোহেল সিদ্দিকী সোহেল, ছোটন, রাজা, ইকবাল, আরাফাত প্রমুখ।