চুয়াডাঙ্গায় এক‌দি‌নে এক নার্স ও শিশুসহ ৬ ক‌রোনায় আক্রান্ত।। লকডাউন ঘোষনা

0
22

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি : 

চুয়াডাঙ্গায় আজ (২৩/০৪/২০) বৃহস্প‌তিবার একদিনে এক সি‌নিয়ার স্টাফ নার্স ও শিশুসহ ৬ ছয়জন করােনা শনাক্ত হওয়ায় জেলাজু‌ড়ে লকডাউন ঘোষনা ক‌রে‌ গণ‌বিজ্ঞ‌প্তি জা‌রি ক‌রে‌ছেন জেলা প্রশাসক মাে . নজরুল ইসলাম সরকার। আজ বৃহস্প‌তিবার সন্ধ্যা ছয়টা থেকেই এই ঘােষণা কার্যকর হবে । করােনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি মােকাবিলায় চুয়াডাঙ্গা জেলাকে লকডাউন ঘােষণা করা হয়েছে ব‌লে জানান জেলা প্রশাসক।

 

আজ (২৩ এপ্রলি) বৃহস্পতিবার সকা‌লে চুয়াডাঙ্গা সি‌ভিল সার্জন ‌এএসএম মারুফ হাসান এক‌দি‌নে ৬ জন ক‌রোনা আক্রান্ত রোগীর নাম প‌রিচয় প্রকাশ কর‌লে এ‌দিন দুপুরে জেলা‌কে লকডাউ‌নের এই ঘােষণা দেন জেলা প্রশাসক মাে . নজরুল ইসলাম সরকার । 

 

জেলা প্রশাসক বলেন , গত ১৬ মার্চ প্রথম একজন করােনা শনাক্ত হলে তাঁকে আইসােলেশনে নিয়ে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয় । সম্মিলিতভাবে সকলের প্রচেষ্টায় চুয়াডাঙ্গা জেলাকে এত দিন করােনা ঝুঁকিমুক্ত রেখেছি। কিন্তু আজ একদিনে ছয়জন করােনা শনাক্ত হওয়ায় পরিবর্তিত পরিস্থিতিতে লকডাউন ঘােষণা করতে হচ্ছে। 

 

এ বিষয়ে জেলা প্রশাসনের ঘো‌ষিত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে , লকডাউন চলাকালে চুয়াডাঙ্গা জেলার সঙ্গে পার্শ্ববর্তী জেলার সকল সীমান্ত এবং আন্তঃউপজেলা সীমান্তগুলােতে যানবাহন এবং ‘ মানুষের চলাচল নিষিদ্ধ করা হলাে । লকডাউন চলাকা‌লিন সময় `কেউ ঢুকতে ও বের হতে পারবেন না`। তবে জরুরি পরিষেবায় নিয়ােজিত যানবাহন , যেমন, রােগীবাহী গাড়ি, ওষুধ ও পণ্যবাহী গাড়ি, কৃষিপণ্য ও নিত্য প্রয়ােজনীয় দ্রব্য পরিবহনের গা‌ড়ি লকডাউন ঘোষনার আওতামুক্ত থাক‌বে।

 

চুয়াডাঙ্গা সি‌ভিল সার্জন ঘো‌ষিত ক‌রোনা সনাক্তকা‌রি এক সি‌নিয়র স্টাফ নার্সসহ ৬ জন হ‌লো, (১) শাকিল আহমেদ ( ২২ ) পিতা – জহুরুল হক, ব‌টিয়াপাড়া, খাদিমপুর, আলমডাঙ্গা, (২) রিঙ্কি (২২) পিতা – রেজাউল হক  হুচুকপাড়া, আলুকদিয়া, সদর, চুয়াডাঙ্গ, (৩) শিল্পী (৩২ ) স্বামী – বিপুল, গােপালনগর, খাদিমপুর, আলমডাঙ্গা, (৪) সবুজ (৩০) পিতা. মতিয়ার রহমান খাদিমপুর, আলমডাঙ্গা, (৫) খায়রুল (৫) পিতা. অমিল, শিয়ালমারী, খাদিমপুর, আলমডাঙ্গা, (৬) চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লের সিনিয়র স্টাফ নার্স মেহেরুন্নেছা ( 35 ) পিতা: আনােয়ার হােসেন,  ডিঙ্গেদাহ, চুয়াডাঙ্গা।