চুয়াডাঙ্গায় ইয়াবা-গাঁজা ও ফেনসিডিলসহ আটক-৩

0
7

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। গতকাল রোববার পৃথক সময়ে চুয়াডাঙ্গা পৌর শহরসহ আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় আটককৃত আসামীদের কাছ থেক ৫ পিস ইয়াবা ও ৫ বোতল ফেনসিডিল ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতারকৃত এ সকল আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক দামুড়হুদা ও সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে শহর ফাঁড়ি পুলিশ জানতে পারে ফার্মপাড়া এলাকায় জনৈক কারনের দোকানের সামনে একজন মাদকদ্রব্য বিক্রি করছে।এমন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশের টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আটক করা হয় চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরীয়া গ্রামের মকলেছুর রহমানের ছেলে সজিবকে। এ সময় তার কাছ থেকে ৫পিস ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ। এছাড়াও একই টিম কুলচারা মোড়ে অভিযান চালিয়ে একই এলাকার বুদো আলীর ছেলে শামীম হোসেনকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করেন।
অপরদিকে, জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবু বক্কর সিদ্দীকসহ সঙ্গীয় ফোর্স দামুড়হুদা থানা এলাকার চন্ডিপুর গ্রামের চারাবাগান মাঠ এলাকায় অভিযান চালিয়ে সড়াবাড়িয়া গ্রামের মৃত সহরব মন্ডলের ছেলে আবু বক্করকে আটক করেন। এ সময় আটককৃত আসামীর কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতারকৃত এ সকল আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক দামুড়হুদা ও সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।