জেলা গোয়েন্দা শাখা ও সদর থানা পুলিশের পৃথক অভিযান
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দু’জনকে আটক করেছে। এ সময় আটককৃতদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। পরে এ সকল আসামীদের বিরুদদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল সোমবার পৌর এলাকার গুলশানপাড়া ও আকন্দবাড়ীয় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- গুলশানপাড়ার আল মিরাজ দিপু (২৫) ও আকন্দবাড়ীয়া গ্রামের ওয়াসিম (৩৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে, চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় একজন ব্যক্তি গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবু বক্কর সিদ্দীকসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাড়িয়ে আটক করেন একই এলাকার আব্দুল বারীর ছেলে আল মিরাজ দিপুকে। এ সময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
অপরদিকে, সদর থানা পুলিশের এসআই একরামুল হকসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া তামালতলা এলাকায় অভিযান চালিয়ে মৃত ছানোয়ার হোসেনের ছেলে ওয়াসিমকে আটক করেন। এ সময় ওয়াসিমের কাছ থেকে উদ্ধার করা হয় ১০পিস ইয়াবা ট্যাবলেট। পরে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদেরকে আদালোতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।