চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাতগাড়ীর বিপুল গ্রেপ্তার

0
19

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌরসভার সাতগাড়ী এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা বিপুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে শহরের বিএডিসি ফার্ম থেকে তাঁকে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া বিপুল একই এলাকার সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী মনির ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশ জানতে পারে, বিএডিসি ফার্ম এলাকায় একজন মাদক ব্যবসায়ী ইয়াবা বড়ি বিক্রি করার জন্য অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (টিএসআই) ওহিদুল ইসলামসহ ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় সাতগাড়ী ঈদগাহ পাড়ার আলোচিত মাদক ব্যবসায়ী মনির হোসেনের ছেলে বিপুল হোসেনকে (২২) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির কাছ থেকে ২০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে গ্রেপ্তার বিপুলেল বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধার হওয়া মাদকসহ তাঁকে সদর থানা হেফাজতে সোপর্দ করে। আজ তাঁকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।