নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় ইজিবাইকে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জন গুরুত্বর আহত হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টা ও বেলা সাড়ে ১১টার দিকে পৃথকস্থানে এই দুটি দুর্ঘটনা ঘটে। এ সময় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার সুমিরদিয়া রেইলপাড়ার মহর আলীর ছেলে মারুফ ইসলাম সাহাদ (৪) ও দামুড়হুদা পোড়াপাড়ার মৃত. নবিছউদ্দীনের ছেলে আবুল কাশেম (৫৫)। এরমধ্যে শিশু সাহাদের অবস্থা আশঙ্কাজনক। সে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আবুল কাশেমের অবস্থার উন্নতি হলেও শিশু সাহাদের অবস্থা আশঙ্কাজনক।
যানা যায়, গতকাল দুপুরে বাড়ির সামনের রাস্তা পার হচ্ছিল সাহাদ এ সময় একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা দিলে গুরুত্বর জখম হয়। পরিবারে সদ্যসা সাহাদের চিৎকারে ছুটে এসে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, ইজিবাইক যোগে দর্শনা যাওয়ার পথে চুয়াডাঙ্গার দামুড়হুদার ব্র্যাক স্কুলের সামনে চুয়াডাঙ্গাগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষে গুরুত্বর আহত হয় বৃদ্ধ আবুল কাশম। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।