চুয়াডাঙ্গায় আলোচিত প্রতারক ভুয়া নবাবের শ্যালক গ্রেপ্তার

0
31

নিউজ ডেস্ক:বর্তমানে বাংলাদেশের আলোচিত প্রতারক নবাব সলিমুল্লাহর নাতি পরিচয়দানকারী হাসান আসকারির শ্যালক রায়হান উদ্দীন জনিকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর চুয়াডাঙ্গা পৌর শহরের ১নং পানির ট্যাঙ্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রায়হান উদ্দীন জনি (৩০) চুয়াডাঙ্গা সবুজপাড়ার মুদি ব্যবসায়ী হাতেম আলীর ছেলে।

জানা যায়, হাসান আসকারি ২০০৮ সালে চুয়াডাঙ্গার সবুজপাড়ায় হাতেম আলীর মেয়ে মেরিনা আক্তারকে বিয়ে করেন। এই সম্পর্কের পর থেকে প্রতারক নবাব হাসান আসকারির প্রতারণার সঙ্গে জড়িয়ে পড়েন শ্যালক জনিও। এদিকে, মেরিনা আক্তার ২০১৭ সালে নিজের নাম বদলে সাহেদা হেনা আসকারি হিসেবে জন্মনিবন্ধন সনদ নিয়েছেন।

পুলিশ জানায়, নবাব সলিমুল্লাহর নাতি পরিচয়দানকারী প্রতারক হাসান আসকারির বিরুদ্ধে প্রতারণার বিষয়টি সামনে আসলে তার বিরুদ্ধে খোঁজখবর নিতে শুরু করে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ। কয়েকদিনের চেষ্টার ফলে অবশেষে প্রতারক হাসান আসকারির শ্যালককে গ্রেপ্তার করাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

প্রতারক হাসান আসকারি চুয়াডাঙ্গা সবুজপাড়ার মুদি ব্যবসায়ী হাতেম আলীর জামাতা। ফলে, ভুয়া নবাবের প্রতারণার সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গার কে কে জড়িত আছে তার অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। গতরাতেই হাসান আসকারির শ্যালক রায়হান উদ্দীন জনিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন সদর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান।