চুয়াডাঙ্গায় আরও নতুন ৩৫ করোনা রোগী শনাক্ত

0
29

নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গা জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৫ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের ২ জন সহকারি কমিশনার ও চিকিৎসক নার্সসহ ৪ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত ৩৫ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১১ জন পুরুষ ও ৬ জন মহিলা, আলমডাঙ্গা উপজেলায় ৭ জন পুরুষ, দামুড়হুদা উপজেলায় ৪ জন পুরুষ ও ৪ জন মহিলা এবং জীবননগর উপজেলায় ৩ জন পুরুষ রয়েছেন।
এ পর্যন্ত জেলায় মোট ৭৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হলো। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২ জন ও ১ জন মৃত ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১৭ জন, প্রতিষ্ঠানিক আইসোলেসনে আছেন ১৪ জন, হোম আইসোলেসনে আছেন ২৬ জন ও হোম কোয়ারেন্টাইনে আছেন ৪৫৪ জন।