চুয়াডাঙ্গায় আবারও চুরি : ৩ লাখ টাকার মালামাল লুট!

0
10
?

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর শহরের জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় টিন কেটে দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে ওই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া দুটি দোকান থেকে নগদ ২ লাখ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করেছে সংঘবদ্ধ ওই চোরের দল। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চুরি হওয়া ওই দুটি দোকানের মালিকরা জানান, গত রোববার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় বেচাকেনা সেরে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় তারা। গতকাল সকালে প্রথমে এস এস স্টীল পয়েন্টের মালিক মাসুদ পারভেজ বাপ্পি দোকান খুলে দেখেন, দোকানের টিন কাটা ও ড্রয়ারের তালা ভাঙ্গা। এসময় তিনি বুঝতে পারেন দোকানে চুরি হয়েছে। দোকানের চারিদিকে খুজে দেখেন এলইডি টিভি, ল্যাপটপ, ক্যাশ ড্রয়ার ভেঙ্গে ৪৮ হাজার টাকা, মোটরসাইকেলের তালা চাবি নিয়ে যাওয়াসহ সিসি টিভির হার্ড ডিক্স ভেঙ্গে রেখে গেছে চোর চক্রটি।
এছাড়াও এসএস স্টীল পয়েন্টের পাশে মেসার্স আশা পল্ট্রি কর্ণারের দোকানের পিছনের দরজা ভেঙ্গে ১ লাখ ২২ হাজার টাকা নিয়ে গেছে ওই চোরের দল। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ওই ব্যবসায়ীরা থানায় অভিযোগ দায়ের করলে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেলসহ চুয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি সময়ের সমীকরণকে জানান, জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় দুটি দোকানে চুরির ঘটনা সোনার সাথে সাথে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরও জানান, তিনি নিজেসহ পুলিশের একটি টিম ওই চুরির ঘটনার বিষয়ে অনুসন্ধানে মাঠে নেমেছেন। খুব দ্রুত এই চুরির ঘটনার সাথে জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।