নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে র্যাব-৬ মাদকবিরোধী অভিযানে চালিয়ে ৬১ বোতল ফেনসিডিলসহ আজিবর রহমান (৫৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক আজিবর রহমান দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। আটক আসামিকে গতকাল উদ্ধারকৃত মাদকসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-৬ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এইস এম শফিকুর রহমানের নের্তৃত্বে চুয়াডাঙ্গা সদর থানাধীন ডিঙ্গেদহ বাজারের সোনালী ব্যাংক এলাকায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে আজিবুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত মাদক ও আটককৃত আসামিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারার মামলা করা হয়।