নিউজ ডেস্ক:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৭২ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৫৪০ জন। মোট শনাক্ত ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩৯ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৬৫ হাজার ৯২ জন সুস্থ হয়ে উঠেছেন।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ১০৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৮২টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৯ শ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৮ লাখ ৭৫ হাজার ৫৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৯৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪ দশমিক ৫৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। এদিকে, চুয়াডাঙ্গায় নতুন ২ জনের শনীরে করোনা শনাক্ত হয়েছে। এক দিনে নতুন সুস্থ হয়েছেন ৩ জন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন ২ জনের শনীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য বিভাগ ২১টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ২ জনের রিপোর্ট পজিটিভ ও ১৯ জনের রিপোর্ট নেগেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪১২ জনে। নতুন সুস্থ ৩ জনসহ এ পর্যন্ত জেলায় মোট ১২৫২ জন সুস্থ হয়েছেন।
জানা যায়, গত বুধবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ২১টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠায়। গতকাল উক্ত ২১টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। ২১টি নমুনার মধ্যে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে ও ১৯ জনের রিপোর্ট নেগেটিভ এসছে।
গতকাল নতুন শনাক্ত ২ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১ জন ও আলমডাঙ্গা উপজেলার ১ জন। আক্রান্তদের ২ জনই পুরুষ। বয়স ৩৫ বছর থেকে ৫২ বছরের মধ্যে। গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ১৭টি নমুনা সংগ্রহ করেছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ১৩টি ও জীবননগর উপজেলা থেকে ৪টি নমুনাসহ সংগৃহীত ১৭টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করে। জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬২৮টি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, চুয়াডাঙ্গায় করোনার প্রভাব অনেকটা কমে গেছে। গতকাল জেলায় নতুন করে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সদর উপজেলা হোম আইসোলেশন থেকে ৩ জন সুস্থ হয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৫ হাজার ৬২৮টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ৪৯০টি, পজিটিভ ১ হাজার ৪১৩টি ও নেগেটিভ ৪ হাজার ৯১টি। গতকাল হোম আইসোলেশন নতুন ৩ জন সুস্থ হয়েছেন।
এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ২৫২ জন ও মৃত্যু ৩২ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ১০৪ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ১৪জন।