চুয়াডাঙ্গার রাস্তা নিয়ে বিরোধ : আহত ২

0
8

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া কলোনিপাড়ায় পায়ে হাঁটা রাস্তা নিয়ে বিরোধের জেরে দুইজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন সুমিরদিয়া কলোনিপাড়ার জাকির হোসেনের ছেলে হাবিব (১৮) ও হাবিবের দাদী মমতাজ (৫৫)। এ সময় তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, পায়ে হাঁটার পথ নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার মুরশিদ আলীর ছেলে ইয়াকুব আলীর সঙ্গে জাকির হোসেনের পরিবারের দ্বন্দ্ব চলে আসছিল। এই জের ধরে রোববার বিকেলে ইয়াকুব আলীর সঙ্গে জাকির হোসেনের পরিবারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াকুব আলী ইট দিয়ে হাবিব ও মমতাজের মাথায় আঘাত করেন। এ ঘটনায় হাবিব ও মমতাজ রক্তাক্ত জখম হন। পরে পরিবারের লোকজন তাঁদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে।