চুয়াডাঙ্গার মোমিনপুরে কিশোরকে কুপিয়ে জখম

0
8

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে তুষার (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। আহত কিশোর চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের পশ্চিমপাড়ার লিটনের ছেলে এবং নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। জানা যায়, গতকাল বুধবার বিকেলে নীলমনিগঞ্জ স্কুলমাঠে ফুটবল খেলার মধ্যে একই স্কুলের দশম শ্রেণির ছাত্র মিতুলের সঙ্গে তুষারের বাগবিত-া সৃষ্টি হয়। এরই জের ধরে সন্ধ্যায় মোমিনপুর বাজারে তুষারকে একা পেয়ে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে মিতুল। স্থানীয় ব্যক্তিরা আহত তুষারকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। পরে তুষার হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছিল।