চুয়াডাঙ্গার মাথাভাঙা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধোর মৃত উদ্ধার

0
33
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের মাথাভাঙা নদী থেকে ভাসমান অবস্থায় ষাটউর্ধ এক অজ্ঞা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুধবার বেলা ৫টার দিকে আলুকদিয়ার রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পিছনে মাথাভাঙা নদী থেকে অজ্ঞাত এই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুদ্দিন জানান, বুধবার বেলা ৫টার দিকে সদর থানার আলুকদিয়া গ্রামবাসীরা খবর দেয় আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পিছনে মাথাভাঙা নদীতে একটি মৃতদেহ ভাসছে।  আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে নদী থেকে ষাটউর্ধ এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছি। তিনি আরো জানান, মৃত ব্যকৃতির পরণে চেক লুঙ্গি ও গায়ে খয়েরী রঙের পাঞ্জাবি ছিল। এসংবাদ লেখা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।