চুয়াডাঙ্গার বোয়ালমারিতে আলমসাধু উল্টে বৃদ্ধর মৃত্যু

0
20

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার বোয়ালমারিতে স্যালোইঞ্জিন চালিত অবৈধযান আলমসাধু উল্টে মারফত আলী নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বোয়ালমারী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারফত আলী (৬৫) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া মাঠপাড়ায় মৃত রবজেলা আলীর ছেলে। এ দুর্ঘটনায় আলমসাধুর চালকসহ ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন, একই এলাকার নিহত মারফত আলীর ভাতিজা বাবুল (৩০), ওই এলাকার আহাম্মদ আলীর ছেলে আহার আলী (৩২) ও আলমসাধুর চালক আকরাম আলীর ছেলে আনারুল ইসলাম (২৮)। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে আহত আহার আলী বলেন, গতকাল বেলা ১১ টার দিকে সদর উপজেলার সরোজগঞ্জ বাজার থেকে কাজ শেষে আলমসাধুযোগে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী নামকস্থানে পৌছালে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের আলমসাধুর সামনে চলে আসে। এসময় আলমসাধু চালক মোটরসাইকেলটিকে বাঁচাতে পাশ কাটালে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধুটি উল্টে যায়। মারফত আলীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নিেেল জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিল আরসালাম বৃদ্ধ মারফতকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আহত আরও ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।