নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার বেগমপুরে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের পাঁচজনসহ উভয় পক্ষের মোট সাতজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে বেগমপুর দোস্ত গ্রামের মাঝপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের অন্য সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। আহত ব্যক্তিরা হলেন দোস্ত গ্রামের মাঝপাড়ার মৃত আরব আলী সরদারের ছেলে নিজাম উদ্দীন (৫০), নিজাম উদ্দীনে স্ত্রী মরিয়ম বেগম (৪০), নিজাম উদ্দীনের তিন মেয়ে নাহিদা আক্তার (২৫), মাহমুদা আক্তার (১৯) ও ফাহমিদা আক্তার (১৭), মৃত আরব আলী সরদারের বড় ছেলে নুরুজ্জামান শিকদার (৫৫) এবং মোজাম্মেল শিকদার (৫২)।
জানা যায়, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে মৃত আরব আলী সরদারের ছোট ছেলে নিজাম উদ্দীনের সঙ্গে বড় দুই ভাই নুরুজ্জামান শিকদার ও মোজাম্মেল শিকদারের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল নিজাম উদ্দীনে স্ত্রী মরিয়ম বেগমের সঙ্গে নুরুজ্জামান শিকদার ও মোজাম্মেল শিকদারের মধ্যে বাগবিত-ার সৃষ্টি হয়। এক পর্যায়ে নুরুজ্জামান শিকদার ও মোজাম্মেল শিকদার, মরিয়ম বেগমকে চড়-থাপ্পর মারলে নিজাম উদ্দীন ও তাঁর তিন মেয়ে এগিয়ে এলে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের মোট সাতজন আহত হন। পরিবারের অন্য সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে নিলে হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক ডা. সোনিয়া আহমেদ আহত ব্যক্তিদের আঘাত গুরুত্বর না হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দেন। তাঁদের মধ্যে মরিয়ম বেগমের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের পরিবারের পক্ষ থেকে পাল্টা-পাল্টি মামলার প্রস্তুতি চলছিল।