চুয়াডাঙ্গার বেগমপুরের ক্যারামবোর্ড খেলা নিয়ে সংঘর্ষ, আটক ১

0
29

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুরের হরিশচন্দ্রপুরে ক্যারামবোর্ড খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাটামের আঘাতে স্বাধীন নামের এক কিশোর রক্তাক্ত জখম হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের হরিশচন্দ্রপুর গ্রামের পাঁচ বন্ধু মিলে একটি ক্যারামবোর্ড ক্রয় করে। এ ক্যারামবোর্ডের অংশীদার গ্রামের হাছানুরের ছেলে আহম্মদ ওরফে হামজা (১৮) ক্যারামবোর্ডের গুটি চাইতে যায়। এ সময় গুটি চাওয়াকে কেন্দ্র করে আহম্মদ ওরফে হামজার সঙ্গে টুকুর ছেলে বন্ধু সাজিদ ওরফে স্বাধীনের বিরোধ হয়। এতে ক্ষিপ্ত হয়ে হামজা বাড়ির ভেতর থেকে বাঁশের লাঠি নিয়ে সাজিদের মাথার সজরে আঘাত করে। বন্ধু হামজার বাটামের আঘাতে রক্তাক্ত জখম হয় বন্ধু সাজিদ। এ সময় স্থানীয় লোকজন সাজিদকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এ ঘটনায় বেগমপুর ক্যাম্প পুলিশ আঘাতকারী আহম্মদকে আটক করেছে।
বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই সোহানুল হক বলেন, ক্যারামবোর্ডের গুটি চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এতে আহম্মদ ওরফে হামজা ক্ষিপ্ত হয়ে সাজিদ ওরফে স্বাধীনকে বাটাম দিয়ে মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় অভিযুক্ত আহম্মদ ওরফে হামজাকে আটক করা হয়েছে।