নিউজ ডেস্ক:আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মিড ডে মিলের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার পৃথকভাবে এ মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয়ে মোল্লা মটরসের সৌজন্যে মিড ডে মিল চালু হয়েছে। গতকাল বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মিড ডে মিলের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। আলমডাঙ্গা মোল্লা মটরসের স্বত্বাধিকারী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, আলহাজ্ব শিপলেন মোল্লা, অপু মোল্লা ও জাহাঙ্গীর হোসেন টিংকু মোল্লা আলমডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রায় ১২ শ ছাত্রের মিড ডে মিলের ব্যবস্থা করেন। এ সময় উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান লিমন মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, একাডেমিক সুপারভাইজার ইমরুল কায়েস, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, সাবেক উপজেলা কমান্ডার আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, সিনিয়র শিক্ষক গৌতম কুমার পাল, আব্দুল হান্নান, মাওলানা ইছাহাক আলী, আবু তালেব, সোহেল, গিয়াস উদ্দিন, মানোয়ার হোসেন, প্রতাপ অধিকারী, আজিজুর রহমান, শাহিনা আক্তার, মাহমুদা আক্তারসহ বিদ্যালয়ের সব শিক্ষকম-লী।
দামুড়হুদা:
দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে মিড ডে মিলের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মিড ডে মিলের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। এ সময় এমপি টগর বলেন, টিফিনের পর স্কুলে উপস্থিতির হার অনেক কমে যেত। স্থানীয় অনেক শিক্ষার্থী টিফিনে বাড়ি যেয়ে আর স্কুলে আসত না। মিড ডে মিল চালু হওয়ায় দুপুরের পর স্কুলে উপস্থিতির হার বাড়বে। এ সময় তিনি স্কুলে শিক্ষার্থীদের টিফিন বক্স ও আগামী দিনের মিড ডে মিলের জন্য ২৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝণ্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস, পরিদর্শক (তদন্ত) কে এম জাহাঙ্গীর কবির, জেলা যুবলীগের সদস্য আব্দুস সালাম ভুট্টু, আওয়ামী লীগের নেতা ইমতিয়াজ হোসেন, সেলিম উদ্দিন বগা ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী। এ ছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সম্পাদক হাবিবুর রহমান, দামুড়হুদা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরজাহান খাতুন, স্কুল পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য আবুল হাসেম, আতিয়ার রহমান, আব্দুর রাজ্জাক, যুবলীগের নেতা রকিবুল ইসলাম, রফিক, জাহাঙ্গীরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা। মিড ডে মিলের উদ্বোধন অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন দামুড়হুদা গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ইসমাইল হোসেন।
জীবননগর:
জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হয়েছে। গতকাল বুধবার দুপুরের খাবার দেওয়ার মধ্যে দিয়ে এ মিড ডে মিল চালু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাপলাকলি আদর্ম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. লতিফ অমল, সদস্য ইনামুল হক, শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাকি বিল্লাহ, সহকারী শিক্ষক মঈন উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।