নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের শৈলগাড়ি গ্রামের জাহাঙ্গীর (৪০), জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী রশিদা (৬০), মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাটকেলপোতা গ্রামের জেহের বিশ্বাসের ছেলে গোলাম রসুল (৬৫), ও চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের টেংরা মন্ডলের ছেলে বাবলু (৪০)। জানা গেছে, গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সাতগাগী মোড় এতিমখানা রোডে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে আহত হন জাহাঙ্গীর। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে তিতুদহ গ্রামে রাস্তায় সিএনজির ভাড়া দেওয়ার সময় পিছন দিক থেকে একটি মোটরসাইকেলের ধাক্কায় আহত হন রশিদা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, মেহেরপুর পাটকেলপোতা যাত্রী ছাউনির সামনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হন গোলাম রসুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় আলমসাধু চালক বাবলু গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা সকলেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।