নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে শীত বাড়ার সাথে সাথে প্রকাশ্যে খেঁজুর রসের তাড়ি আড্ডা বেড়ে গেছে। ফলে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এলাকার যুব সমাজ। চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা, গড়াইটুপি, তেঘরী, গহেরপুর, গোষ্টবিহার গ্রামসহ পাশ্ববর্তী বিভিন্ন গ্রামে দিন দিন বেড়েই চলেছে খেঁজুর রসের তাড়ি ব্যবসা। ছোট বড় বেশ কয়েকটি দল প্রতিদিন সকাল ও সন্ধ্যা দুই বেলা এসব গ্রামের মাঠে খুলে বসছে তাড়ির আসর। আর এসব তাড়ি ব্যবসা চালানো হচ্ছে প্রকাশ্যে। খেঁজুর রসে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ৫/৭ দিন পঁচিয়ে সেটা বিক্রি করা হচ্ছে। খেঁজুর রসের এই তাড়ি কিনতে এলাকার বাইরে থেকে অপরিচিত লোক এসে ভিড় জমাচ্ছে এসব এলাকাতে। অভিযোগ উঠেছে, তাড়ি খেয়ে মাতাল অবস্থায় মাঠের ফসল নষ্ট করছে এসব লোক। প্রকাশ্যে এমন তাড়ি ব্যবসার ফলে নষ্ট হচ্ছে এলাকার যুব সমাজ। ধ্বংসের পথে চলে যাচ্ছে তাদের জীবন। এলাকার সচেতন মহল পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান, এলাকা থেকে এসব সমাজবিরোধী কর্মকা- তাড়ি ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।