চুয়াডাঙ্গার ডিহিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৩

0
28

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের ডিহি গ্রামের মানিকতলা পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছে। গতকাল বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নেহালপুর ইউনিয়নের ডিহি গ্রামের মানিকতলা পাড়ায় আব্দুর রহমানের দুই ছেলে তাছের (৩৫), কাওছার (৩০) ও তার স্ত্রী হাসেনা বানু (২৮)। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

জানা যায়, আব্দুর রহমানের তিন ছেলে দীর্ঘদিন যাবত পৈত্রিক সূত্রে পাওয়া ১২শতক জমিতে বসবাস করে আসছিলো। মাঝেমধ্যই জমির ভাগ ও বাড়ী থেকে বের হওয়ার রাস্তা নিয়ে তাদের ঝামেলা হয়। গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে প্রায় এক বছর আগে তিন ভাইয়ের ভিটে জমি ভাগ করে দেওয়া হয়। গত কয়েক সপ্তাহ ধরে নতুন করে তাদের বাড়ী থেকে বের হওয়ার রাস্তা নিয়ে আবার দ্বন্দ্ব হয়। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুর ১২টার দিকে আব্দুর রহমানের বড় ছেলে নাছের ( ৪০)-এর সাথে ছোট ছেলে তাছেরের বাকবিতন্ডা বাঁধে।

এসময় নাছেরে দুই ছেলে রুবেল ও রকি বাড়ী থেকে রড বের করে তাছেরের উপর হামলা চালায়। এ ঘটনায় তাছেরকে রক্ষা করতে ছুটে যায় আব্দুর রহমানের মেঝ ছেলে কাওসার ও তার স্ত্রী হাসেনা বানু। মারামারী ঠেকাতে গেলেও নাছের ও তার দুই ছেলে তাছের, কাওসার এবং হাসেনা বানুকে রড দিয়ে মাথায় আঘাত করে আহত করে। পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত তিনজনের অবস্থা আশঙ্কামুক্ত, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।