নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ৬জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলো- চুয়াডাঙ্গার সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের মাঠপাড়ার ইসলাম মÐলের মেয়ে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের স্নাতক প্রথমবর্ষের ছাত্রী ইতি খাতুন (২০), একই এলাকার খোদা বক্সের ছেলে ইউনুস (২৭), নূর ইসলামের স্ত্রী মোমেনা খাতুন (৫০), নূর ইসলামের ছেলে কুদ্দুস আলী (৩০), কুদ্দুস আলীর স্ত্রী আসমা খাতুন (২৫) ও কুদ্দুস আলীর বোন ফেরদৌসি খাতুন (২৪)। ঘটনা সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিবাদের জেরে ইউনুস ও কুদ্দুস এই দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল সকাল ৯টার দিকে দু’পক্ষের মধ্যে বাকবিতÐা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির হলে উভয়পক্ষের সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়। এ সময় আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর লেখা পর্যন্ত আহতদের মধ্যে ৪ জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিংসাধীন অবস্থায় ছিল। এ ঘটনায় দু’পক্ষই পাল্টা পাল্টি মামলার প্রস্তুতি নিচ্ছিলো।