ঘরহারা হয়ে পুরো পরিবার রাস্তায় : দু’লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি!
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনিপাড়ায় অগ্নিকান্ডে একটি টিনের বাড়ি ভস্মিভূত হয়েছে। এতে প্রায় দু’লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে প্রাথমিকভাবে ধারনা করা হয়েচে। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘন বসতিপূর্ণ নূরনগর কলোনিপাড়ায় রোববার সন্ধ্যায় ইসরাইলের ছেলে মিঠুর বাড়িটিতে আগুন লেগে যায়। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলতে শুরু করলে প্রতিবেশিরা টের পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের জানায়। এলাকাবাসীর সকলের চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পৌছানের পূর্বেয় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। সম্পূর্ণ রুপে পুড়ে যাওয়া টিনের বাড়িতে বসবাস করতো ভাংড়ি ব্যবসায়ী ইসরাইল, তার স্ত্রী আসিয়া ও পুত্র মিঠু। খবর পেয়ে গতকাল সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, থাকার জন্য একমাত্র ঠাঁই, লজ্জা নিবারণের জন্য বস্ত্র, শোয়ার জন্য বিছানা সব কিছুই পুড়ে যাওয়া ধ্বংসস্তুপে পাশে কান্না জড়িত চোখে দাড়িয়ে আছে ঘরহারা মিঠু ও তার মা আসিয়া।
এদিকে, বাড়িটি পুড়ে যাওয়ার ব্যাপারে এলাকাবাসীর মধ্যে ওঠে সমালোচনার ঝড়। দু’য়েক জনের মুখে বলতে শোনা যায় রান্নার চুলা থেকে হয়েছে আগুণের সূত্রপাত। তবে বেশির ভাগ এলাকাবাসী ও বাড়িহারা মিঠু ও তার মা আসিয়া অভিযোগ করে বলেন, মদ খেয়ে মাতাল অবস্থায় ইসরাইল বাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। তবে বাড়ীর মালিক ইসরাইল এ বিষয়ে কিছু বলেননি। ইসরাইল অভিযোগকারি মিঠু পিতা ও আসিয়ার স্বামী।
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌছায় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম। ঘটনাটির ব্যাপারে জানতে চাইলে টীমের এক সদস্য জানান, আমরা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে দেখি এলাকাবাসী নিজেরাই আমাদের আসার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি এবং এই একটি বাড়ি ছাড়া আসে পাশের কোন বাড়িতে কোন ক্ষয়-ক্ষতি হয়নি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আশেপাশের বাড়িতেও আগুন লাগতে পারত। ধারণা করা হচ্ছে সমস্ত বাড়িটি পুরে যাওয়ায় প্রায় দুই লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।