চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে শিশু ও যুবতী মৃত্যুশয্যায়

0
27

নিউজ ডেস্ক:
আলমডাঙ্গায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই বছরের এক শিশু ও এক যুবতী এখন মৃত্যুশয্যায়। গতকাল বুধবার সন্ধ্যায় বাড়ির ছাদে খেলতে গিয়ে শিশুটি বিদ্যুতস্পৃষ্ট হলে শিশুটিকে বাঁচাতে গিয়ে নদী খাতুন নামের এক যুবতীও বিদ্যুতস্পৃষ্ট হয়। আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নদী খাতুন (২২) একই গ্রামের ঠান্ডুর মেয়ে ও শিশু নাঈম তাদের প্রতিবেশী কাউসার আলীর ছেলে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। এ রিপোর্ট লেখাপর্যন্ত তাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত ছিল।