চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তিন মাদক কারবারির কারাদণ্ড

0
13

নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মাদক কারবারিকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জের ঈমান আলীর ছেলে ইমরান আলী (২০), একই এলাকার আব্দুল লতিফের ছেলে সজিব হাসান (২২) ও সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের রজনীগন্ধা আবাসনের শুকুর আলীর ছেলে হাফিজুর রহমান। তাঁরা আলমডাঙ্গা উপজেলার খাসকররা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন ভবনের কাজ করাকালিন কাজের ফাঁকে মদ ও তাড়ি খেয়ে মাতলামি করলে তিওরবিলা পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে আলমডাঙ্গা থানায় প্রেরণ করলে উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় আলমডাঙ্গা থানার এসআই গোলাম মোস্তফা ও এসআই শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন।