চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

0
10

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়ায় আবু সাঈদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গ্রেপ্তার হওয়া যুবকের কাছ থেকে ৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার ওই যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা ফিলিং স্টেশনের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে দামুড়হুদা উপজেলার দর্শনা ফিলিং স্টেশনের কাছে এক যুবক ইয়াবাসহ অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দীক ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালানা করেন। অভিযানকালে আকন্দবাড়িয়া এলাকার শাহজাহান আলীর ছেলে আবু সাঈদকে (৩০) গ্রেপ্তার করেন তিনি। এ সময় গ্রেপ্তার হওয়া যুবকের শরীর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে থানা হেফাজতে সোপর্দ করা হয়।