নিউজ ডেস্ক:
পৃথিবীর খুব কাছে রয়েছে একটি গ্রহাণু। গত তিন বছর আগে সেই গ্রহাণু আবিষ্কার করে নাসা। আগামী ১৯ এপ্রিল সেটাই পৃথিবীর খুব কাছ দিয়ে চলে যাবে। এমনটাই জানানো হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার পক্ষ থেকে।
এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে 2014 JO25। যার আকার প্রায় ২০০০ ফুট। গবেষকেরা জানিয়েছেন, পৃথিবীর ১.১ মিলিয়ন মাইল দূর দিয়ে যাবে এই গ্রহাণু। যদিও পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিজ্ঞানীরা। তবে এই প্রথম এত বড় একটি গ্রহাণু পৃথিবীর এত কাছ দিয়ে যাচ্ছে। প্রত্যেক সপ্তাহেই ছোট আকারের গ্রহাণু পৃথিবীর কাছ দিয়ে যায়। তবে এটাই সবথেকে কাছ দিয়ে যাবে। এরপর 1999 AN10 নামের একটি গ্রহাণু পৃথিবীর কাছ ঘেঁষে যাবে।
তবে গত ৪০০ বছরে পৃথিবীর এত কাছ দিয়ে কোন গ্রহাণু যায়নি বলে জানা গেছে। আগামী ৫০০ বছরেও যাবে না। ১৯ এপ্রিলের পর থেকে রাতের আকাশে দেখাও যাবে গ্রহাণুটিকে। দু’দিন পর অন্ধকারে মিলিয়ে যাবে এটি।