চুরির অপবাদ সইতে না পেরে স্কুলছাত্রের আত্মহত্যার ঘটনা

0
8

এবার সমাজপতিদের বিরুদ্ধে মামলা দায়ের

নিউজ ডেস্ক:গাংনীর সিগারেট চুরির অপবাদ সইতে না পেরে স্কুলছাত্র রাব্বির আত্মহত্যার ঘটনায় সমাজপতিদের নামে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নিহত রাব্বি হাসানের পিতা চেনির উদ্দিন বাদি হয়ে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে দু’জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫ জনের নামে মামলা দায়ের করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি। গাংনী থানা সূত্রে জানা গেছে, ছাত্র রাব্বি হাসানকে নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে কড়–ইগাছি গ্রামের রওনাক আলীর ছেলে কচিমুদ্দীন ও নকিমুদ্দীনের ছেলে হুদা’র নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫ জনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে ৩০৬/৩৪ দন্ড বিধিতে মামলা দায়ের করে। মামলা নং ৩১ তাং ২২-০৫-১৯ ইং। এ বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার। উল্লেখ্য, মঙ্গলবার সকালে সমাজপতিদের দেয়া চুরির অপবাদ সইতে না পেরে উপজেলার রাইপুর ইউনিয়নের কড়–ইগাছি গ্রামের রাব্বি হাসান (১৫) গলা রশি বেধে আত্মহত্যা করে।