নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আতাউর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকায় ওএসডি করা হয়েছে। গত ২৭ অগস্ট বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয় স্বাস্থ্য সেবা বিভাগের সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসানকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক করা হয়েছে।
জানা গেছে, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত চুয়াডাঙ্গা সদরের ৫০ শয্যার হাসপাতালটি ২০০৩ সালে ১০০ শয্যায় উন্নীত করা হয়। ১০০ শয্যার হাসপাতালে একজন তত্ত্বাবধায়ক থাকার কথা থাকলেও সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার দীর্ঘ ১৯ বছর পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রথম তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ডা. আতাউর রহমান।
২০২২ সালের ৩১ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আতাউর রহমানকে চুয়াডাঙ্গা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপারিটেনডেন্ট) হিসেবে পদায়ন করেন।
এদিকে, চুয়াডাঙ্গার জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে তিনি দায়িত্বভাব গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণ করেই সিভিল সার্জন আজ সোমবার ডাক্তার, নার্স এবং হাসপাতাল সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করবেন।