চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান সম্প্রতি রেজিস্ট্রেশনের জন্য আবেদনকৃত জনতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ৪টায় সদর হাসপাতাল মোড়ের এই ক্লিনিকটি পরিদর্শন করেন তিনি। এসময় ক্লিনিকের সার্বিক অবস্থা, পরিষেবা এবং স্বাস্থ্যবিধি পর্যালোচনা করা হয়। পরিদর্শন শেষে ক্লিনিকটির কার্যক্রম ও সেবার মান দেখে সন্তোষ প্রকাশ করেন সিভিল সার্জন।
পরিদর্শনের সময় সিভিল সার্জন ক্লিনিকের জন্য প্রয়োজনীয় বিভিন্ন লাইসেন্সের বিষয়ে গুরুত্বারোপ করেন। ক্লিনিক পরিচালনার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে নিবন্ধন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (ইগউঈ) অনুমোদন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের অনুমোদন, পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশ ছাড়পত্র, পৌরসভার ট্রেড লাইসেন্স এবং ড্রাগ লাইসেন্সসহ প্রয়োজনীয় বিভিন্ন অনুমোদন যাচাই করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, স্টেনো নূর আলম ও জনতা ক্লিনিকের পরিচালক ডা. মোহাইমিনুল ইসলাম (সাতিল)। পরিদর্শনকালে সিভিল সার্জন বলেন, ক্লিনিকটি স্বাস্থ্যবিধি এবং পরিষেবার মান নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিয়েছে। তিনি ক্লিনিকের ব্যবস্থাপকদের আরও উন্নতির জন্য কিছু পরামর্শও প্রদান করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মান বজায় রাখার আহ্বান জানান।