চুয়াডাঙ্গার সরোজগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে চার ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

0
23

ইকরামুল হক সরোজগঞ্জ প্রতিনিধি: 

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে চার জন ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল বুধবার বেলা ১ টার দিকে এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ সাদিকুর রহমান।

সরোজগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে মুদি দোকানের বিভিন্ন মালামালের মূল্য তালিকা না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে ভোজ্য তেল বিক্রয় করার অপরাধে নিরাপদ খাদ্য , ও খাদ্য আইনের, ২০১৩ এর ৩৩ ধারা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৩৮ ধারায় সাহা স্টোরের মালিক বিষ্ণু সাহাকে ৫ হাজার টাকা, ও শিশু খাদ্য পণ্যের বিক্রয়ের লাইসেন্স না থাকায় স্বপন স্টোরের মালিক স্বপনকে ২ হাজার টাকা।

এছাড়াও সরোজগঞ্জ কাঁচা বাজার/ ট- বাজারে, ডিজিটাল স্কেল ব্যবহার না করার অপরাধে দুই মাছ ব্যবসায়ীকে ওজন ও পরিমাপের মান সম্পর্কিত অধ্যাদেশ-১৯৮২ এর ৩২ ধারায় , মাছ ব্যবসায়ী হাসেম আলী কে পাঁচশত টাকা, অহিদুল ইসলাম কে পাঁচ শত জরিমানা করেন ।

এ সময়ে মোবাইল কোর্ট পরিচালনায়

সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী, ও জেলা মার্কেটিং অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের এ এস আই শহিদ হোসেন।

তবে মোবাইল কোর্ট পরিচালনার আগে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ হাসানুজ্জামান (মানিক) এর আয়োজনে ইজি বাইক / অটো গাড়িতে নির্ধারিত নীল রং করার কাজের উদ্বোধন করেন ইউ এনও সাহেব।