এসময় শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস,’ ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত,’ ‘স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে,’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো,’ ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর,’ এসব স্লোগান দিতে থাকেন। এ সময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ গ্রহণ করেন বেশ কিছু শিক্ষার্থীর অভিভাবক।
কর্মসূচিতে অংশগ্রহণ করা অভিবাকদের মধ্যে সুমন রহমান নামের এক অভিভাবক বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে আমাদের সমর্থন আছে। তাদের দাবি মেনে নিয়ে দেশে যে একটা অসহযোগ অবস্থা চলছে তা থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা বন্দিদশা থেকে মুক্তি পেতে চাই, আমরা ন্যায় বিচার ও ন্যায় শাসনের চিন্তা করছি যাতে সেটা প্রতিষ্ঠিত হয়। এ কর্মসূচিতে আমাদের ছেলে মেয়েরা আছে, আমদের বিভিন্ন স্বজনরাও উপস্থিত আছেন।’ প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হিসেবে চুয়াডাঙ্গা শিক্ষার্থীদের এ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়।