চুয়াডাঙ্গায় উপজেলা পর্যায়ের সাংবাদিকদের ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

0
27

শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি

চুয়াডাঙ্গায় উপজেলা পর্যায়ের সাংবাদিকদের ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে । আজ মঙ্গলবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন ।

এসময় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) শাহ আলম , রিসাের্সপার্সন এনটিভির সাবেক নির্বাহী প্রযােজক মােহাম্মদ সাহাবুদ্দিন ও স্থানীয় সমন্বয়কারী সাংবাদিক ফাইজার চৌধুরী । ৩ দিনের এই বুনিয়াদি প্রশিক্ষণে জেলার চার উপজেলার ৩০ জন সংবাদকর্মী অংশ নিয়েছেন ।

আগামী ৯ অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ের সাংবাদিকদের দিনব্যাপী অনুসন্ধানী সাংবাদিকতার প্রশিক্ষণ ।