নিউজ ডেস্ক:
চীনের উত্তরাঞ্চলে একটি খনির ভেতর বাস দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনা আরও ৩০ জন নিহত হয়েছে।চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে
চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, শনিবার সকালে মঙ্গোলিয়া অঞ্চলের লিড, জিঙ্ক ও সিলভার সমৃদ্ধ ওই খনিতে এই দুর্ঘটনা ঘটে। এ খনিটি ইনমান মাইনিং কোম্পানি পরিচালনা করে বলেও জানাচ্ছে শিনহুয়া।শিনহুয়ার খবরে বলা হয়েছে, দুর্ঘটনার শিকার বাসটি ৫০ জন খনি শ্রমিক ছিল। বাসটি খনি শ্রমিকদের আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের এক পাশে ধাক্কা খায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।তারা আরও জানাচ্ছে, দুর্ঘটনার পর জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা উদ্ধার ও দুর্ঘটনার কারণ তদন্তে ইতোমধ্যে উদ্ধারকাজ করতে থাকা একটি টিমকে ‘পথনির্দেশ ও সমর্থন’ করছে।শিনহুয়ার খবরে জানা গেছে, ওই দুর্ঘটনার পর কোম্পানিটির নির্বাহীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনা তদন্ত চলছে।