নিউজ ডেস্ক:
ভারতের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী রকেট উৎক্ষেপণ করতে চেয়েছিল চীন। কিন্তু শেষ রক্ষা হল না। অধিক ওজন বহনকারী চীনের দ্বিতীয় রকেট ‘লং মার্চ-৫ ওয়াই ২’এর পরীক্ষা সফল হয়নি। দেশটির স্থানীয় সময় সকাল ৭:২৩ মিনিটে দক্ষিণ চীনের হাইনান প্রদেশের স্পেস স্টেশন থেকে মহাকাশের উদ্দেশে উৎক্ষেপণ করা হয়েছিল রকেটটিকে। কিন্তু উত্তোলনের সময়ই কিছু সমস্যা ধরা পড়ে। তখনই বন্ধ করে দেওয়া হয় সেটির উৎক্ষেপণ। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে বলেও জানান হয়েছে চীনা মহাকাশ গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে। খবর কলকাতা টুয়েন্টিফোর।
এদিকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ১০৪ টি মহাকাশযানের সফল উৎক্ষেপণ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। GSLV MK III নামের বাহুবলি মহাকাশযান গত সোমবার সফলভাবে পৌঁছে গেছে গন্তব্যস্থলে। পৌঁছেই সেলফি তুলে পাঠিয়েছে ৬৪০ টন ওজনের এই মহাকাশযান। ২০০ টি পূর্ণ বয়স্ক হাতির সমান ওজনের এই মহাকাশযান নিজের নিজস্বীও তুলেছে খুব সফলভাবে। জানা যায়, ভারতের সঙ্গে পাল্লা দিতেই মূলত এই অতিভারী ও শক্তিশালী মহাকাশ যানটি পাঠাচ্ছিল চীন। তবে সেটা যেন আর সত্যি হল না !