চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে জাতীয় পাট দিবস পালিত
নিউজ ডেস্ক:
‘সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’ স্লোগানে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বর্ণাঢ্য পাট র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
জাতীয় পাট দিবস-২০১৯ উপলক্ষে চুয়াডাঙ্গায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’ স্লোগানে গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। তিনি বলেন, ‘পাট একটি প্রকৃতি বান্ধব ফসল। পাটের যথাযথ ব্যবহার বিশ্ববাজারে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির নতুন দুয়ার খুলে দিতে পারে। এ কারণে চাষীদেরকে পাট চাষ ও উৎপাদন বৃদ্ধিতে উদ্বুদ্ধ করতে হবে।’ তিনি বলেন, ‘নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ উৎপাদন এবং ব্যবহারকারী উভয়কেই শাস্তির সম্মুখিন করা হবে। তাই অন্তত পরিবেশের ভারসাম্যের কথা চিন্তা করে পাটের ব্যাগ ব্যবহার করুন।’
জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সৈয়দ আলাউদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. খায়রুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী পরিচালক সূফী মোহাম্মদ রফিকুজ্জামান, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা ড. মাহবুবুর রহমান তালুকদার। বক্তারা বলেন, ‘পাটের সেই পুরানো জৌলুস আজ আর নেই। এখন সব কাজে পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হচ্ছে।’ তাঁরা পণ্যের মোড়ক, বাজারজাতকরণ ও বিপণনে পাটের ব্যাগ ব্যবহারে গুরুত্বারোপ করেন।
এ ছাড়াও বক্তব্য রাখেন প্রফেসর সিদ্দিকুর রহমান, প্রফেসর এসএম ই¯্রাফিল, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার।
মেহেরপুর:
র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুরে জাতীয় পাট দিবস-২০১৯ পালন করা হয়েছে। “সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ” এই প্রতিপাদ্যে গতকাল বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে ব্ক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আখতারুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পাট পরিদর্শক মহসিন শিকদার, জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব আলম শান্তি, পাট উন্নয়ন কর্মকর্তা সুদিব কুমার দে প্রমুখ। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেনের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
ঝিনাইদহ:
‘বহুমুখী পাটপণ্য উৎপাদন ও ব্যবহারেই দেশের সমৃদ্ধি’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে গতকাল বুধবার ঝিনাইদহে জাতীয় পাট দিবস পালিত হয়। জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক সাইফুর রহমান খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জি এম আব্দুর রউফ, সহকারী পুলিশ সুপার (সদর) আল মামুন, জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক শহিদুল হাসান ও জেলা পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুল বাকী।