চাঁদা দাবি : অপরাধী সনাক্তে তৎপর পুলিশ

0
8

আলমডাঙ্গার ইউএনওসহ মাধ্যমিক শিক্ষা অফিসারের মোবাইল নম্বর ক্লোন
নিউজ ডেস্ক:আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারসহ কয়েক অফিসারের মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে কল দিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে দুর্বৃত্তরা মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চেয়ে, বিকাশ নম্বর পাঠায়। পরে ওই সব ব্যক্তি নির্বাহী অফিসারের নিকট ফোন করে ক্লোনের বিষয়টি নিশ্চিত হন। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের ব্যক্তিগত ০১৭১৭-৪৫১৩৪৪ মোবাইল নম্বরটি দুর্বৃত্তরা ক্লোন করে ব্রাইট মডেল স্কুলের পরিচালকের জাকারিয়া হিরোর কাছে ফোন করে ল্যাপটপের কথা বলে ৪০ হাজার টাকা চেয়ে বিকাশ নম্বর দেয়। পরক্ষণে মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারির নম্বর থেকে কল করে টাকা দেবার জন্য বলা হয়।
এদিকে, উপজেলা নির্বাহী অফিসারের কন্ঠ শুনে জাকারিয়া হিরোর সন্দেহ হলে তিনি ফোন কেটে নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারের নিকট কল দিলে ইরোর দেখতে পান। অন্য একটি মোবাইল দিয়ে কল করলে নির্বাহী অফিসার জানান, তিনি কল করেনি। পরে বিষয়টি জানা যায়, দৃর্বৃত্তরা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারের মোবাইল নম্বর ক্লোন করে কল দিয়েছে। একইভাবে হাটবোয়লিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলীসহ অনেকের কাছেই দৃর্বৃত্তরা ক্লোন করা নম্বর দিয়ে কল দেন। পরে নির্বাহী অফিসার রাহাত মান্নান জানান, একটি সংঘবদ্ধ চক্র তার এবং মাধ্যমিক শিক্ষা অফিসারের মোবাইল নম্বর ক্লোন করে এ বিভিন্ন ব্যক্তির নিকট কল করেছে। বিষয়টি তিনি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।