নিউজ ডেস্ক:
বর্তমান বিশ্বের অত্যাধুনিক ড্রোনগুলোতে এই টারবোফ্যান ইঞ্জিন ব্যবহৃত হচ্ছে বলে জানান হাতামি। তার দাবি, নিজস্ব প্রযুক্তিতে এই ইঞ্জিন তৈরি হলে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা, বিশেষ করে বিমান বাহিনীর শক্তিমত্তা উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে।-খবর পার্স টুডের
বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি চতুর্থ প্রজন্মের এই ইঞ্জিনের মোড়ক উন্মোচন করেন। একইসঙ্গে ইরানি জঙ্গিবিমান ‘কাওসার’-এর জন্য ‘ওজ’ বা ‘চূড়া’ নামের ইঞ্জিনের ব্যাপক উৎপাদনেরও উদ্বোধন করা হবে। ইরানি প্রতিরক্ষামন্ত্রী হাতামি বলেন, ‘ওজ’ ইঞ্জিনকে বিমানে ব্যবহার করার আগের সবগুলো পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।