নিউজ ডেস্ক:
বাংলাদেশ ব্যাংকসহ বাংলাদেশের তিন প্রতিষ্ঠান পেয়েছে সম্মানজনক গ্লোবাল ইনক্লুসন অ্যাওয়ার্ড।
গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্লোবাল মানি উইক অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে গ্লোবাল ইনক্লুসন অ্যাওয়ার্ড-২০১৭ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ৩ মে জার্মানির বার্লিনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এ পুরস্কার গ্রহণ করেন। এ ছাড়া বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও জবসবিডি একই ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
জি-২০ এর জার্মান প্রেসিডেন্সির সহায়তায় চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফাইন্যান্স ইন্টারন্যাশনাল (সিওয়াইএফআই) ২০১২ সাল থেকে একাধিক ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে আসছে। বিশ্বজুড়ে শিশু ও তরুণদের আর্থিক সেবার সুযোগ দান, তাদের অর্থনৈতিক অধিকারের সচেতনতা বৃদ্ধি, সম্পদ গঠনে তাদের ক্ষমতায়ন, ভবিষ্যতে তাদের বিনিয়োগ এবং চূড়ান্তভাবে দারিদ্র্যচক্র ভাঙার ক্ষেত্রে সিওয়াইএফআই কাজ করে থাকে।