নিউজ ডেস্ক:
টেক জায়ান্ট অ্যাপলের ১০০ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনার প্রথম পদক্ষেপ হিসেবে মার্কিন গ্লাস নির্মাতা প্রতিষ্ঠান করনিং এ ২০ কোটি ডলার বিনিয়োগ করছে তারা।
এ ব্যাপারে অ্যাপলের প্রধান পরিচালনা কর্মকর্তা জেফ উইলিয়ামস এক বিবৃতিতে বলেছেন, করনিং খুব ভালো সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে একটি। প্রথম আইফোন থেকে প্রতিষ্ঠানটির সঙ্গে অংশিদারিত্বে রয়েছে অ্যাপল, এবং বিশ্বের সব জায়গায় গ্রাহকরা যে আইফোন বা আইপ্যাডের স্ক্রিনে টাচ করে থাকে তা অ্যামেরিকায় তৈরি। এছাড়া, করনিং এর প্রধান নির্বাহী ওয়েনডেল উইকস এ সম্পর্কে বলেন, ক্যানটকিতে বড় উৎপাদন কারখানা রয়েছে আর অ্যাপলের এই বিনিয়োগ সেখানে উপকারে আসবে।
জানা গেছে, এই বিনিয়োগ করনিং এর রিসার্চ এবং ডেভেলপমেন্ট এর জন্য খরচ করা হবে। করনিং স্মার্টফোন এবং ট্যাবলেটের জন্য গরিলা গ্লাস ডিসপ্লে প্রস্তুত করে থাকে। অ্যাপল পণ্যের গরিলা গ্লাসও এই প্রতিষ্ঠান তৈরি করে থাকে।
সূত্র: সিএনএন