নিউজ ডেস্ক:রান্না করার সময় গ্যাস সিলিন্ডারে আগুন ধরলেও অল্পের জন্য রক্ষা পেলেন খালেদা বেগম (৫০) নামে এক বৃদ্ধা মহিলা। স্থানীয়দের তড়িত পদক্ষেপ, ভেজা চটের বস্তা দিয়ে গ্যাস সিলিন্ডার ঢেকে ফেলায় আগুন নিয়ন্ত্রণে আসে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিসের একটি দল। গতকাল বুধবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের ফার্মপাড়ায় সৌদি প্রবাসি সরোয়ারের ভাড়াটিয়া ফিরোজ হোসেনের শ্বাশুড়ী রান্না করার সময় এ দুর্ঘটনার কবলে পড়ে।স্থানীয়রা জানায়, সৌদি প্রবাসি সরোয়ারের ভাড়াটিয়া ফিরোজ হোসেনের শ্বাশুড়ী খালেদা বেগম দুপুরের রান্না করার জন্য দোতলার রান্না ঘরে গ্যাসের চুলা জালায়। গ্যাসের সিলিন্ডারের পাইপে লিকেজ থাকায় দ্রুত সিলিন্ডারসহ চুলাতে আগুন লেগে যায়। এ সময় খালেদা বেগম আগুন আগুন বলে চিৎকার করলে পাশের লোকজন ছুটে এসে ভেজা চট দিয়ে সিলিন্ডার ঢেকে ফেলে, এতে ওই রান্না ঘরের সাথে রাখা কিছু জামা-কাপড়ে আগুন ধরা ছাড়া আর তেমন ক্ষতি হয়নি। তবে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌছায় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস টিম।
এ বিষয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খালিদ হাসানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি সময়ের সমীকরণকে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌছান। তার আগেই স্থানীয়রা ভেজা চটের বস্তা জলন্ত সিলিন্ডারের উপর দিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। পরে কোথাও আগুনের চিহ্ন না থাকায় আমরা অভিযান শেষ করি।