গ্যাসট্রিকের ওষুধ ভেবে বিষপানে বৃদ্ধার মৃত্যু!

0
11

নিউজ ডেস্ক:গ্যাসট্রিকের ওষুধ ভেবে বিষপানে আয়না বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের মৃত দোসর আলী মন্ডলের স্ত্রী। জানা যায়, গতকাল মঙ্গলবার বিকাল চারটার দিকে সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে ভাইয়ের বাড়িতে থাকা অবস্থায় গ্যাসট্রিকের সমস্যা অনুভব করলে ভুল বশত ঘরে থাকা বিষ খেয়ে ফেলেন। কিছুক্ষণ পর আরও অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।