অজ্ঞাত দু’জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার : অস্ত্র ও মাদক উদ্ধার
নিউজ ডেস্ক: দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দহুদা গ্রামের মাঠে অজ্ঞাত দু’জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতরাত অনুমান সাড়ে ১২টা-১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি শুটারগান, ২ রাউন্ড গুলি, ৪টি হাত বোমা ও বিপুল পরিমাণ (৩/৪ বস্তা) ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলিবিদ্ধ নিহত দু’জনের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। তবে পুলিশ ধারণা করছে নিহত দু’জন মাদকব্যবসায়ী ও সন্ত্রাসী। মাদকব্যবসায়ীদের দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে তারা নিহত হতে পারে।
জানা যায়, গতরাত আনুমানিক সাড়ে ১২টা-১টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়নের গোবিন্দহুদা গ্রামের মাঠের মধ্যে গোলাগুলির শব্দ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় গুলিবিদ্ধ আহত অবস্থায় দু’জনের পড়ে থাকতে দেখে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে একটি এলজি শুটারগান, ২ রাউন্ড গুলি, ৪টি হাত বোমা ও বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত দু’জনের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় বলেন, রাত সাড়ে ১২টা-১টার দিকে গোবিন্দহুদা মাঠের মধ্যে ব্যাপক গোলাগুলির শব্দ পেয়ে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গুলিবিদ্ধ আহত অবস্থায় দু’জনকে পড়ে থাকতে দেখে তাদেরকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করি। হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা ঘটনাস্থল থেকে একটি একটি এলজি শুটারগান, ২ রাউন্ড গুলি, ৪টি হাত বোমা ও বিপুল পরিমাণ (৩/৪বস্তা) ফেনসিডিল উদ্ধার করি। তবে নিহত দু’জনের পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে নিহত দু’জন মাদকব্যবসায়ী বা সন্ত্রাসী। মাদক নিয়ে সৃষ্ট বিবাদে দু’পক্ষের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটতে পারে। তাদের গোলাগুলির ঘটনায় অজ্ঞাত দু’জন গুলিবিদ্ধ হয়ে প্রথমে আহত হলেও পরে মারা গেছে। ঘটনাস্থল এলাকায় আরো মাদক ও অস্ত্র আছে বলে ধারণা করছি। এ জন্য আমরা ওই এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রেখেছি।