নিউজ ডেস্ক:
সম্প্রতি সময়ে ফিশিং আক্রমণের শিকার হয়েছে গুগল ডক্সের ব্যবহারকারীরা। এদের মধ্যে যারা লিংকে ক্লিক করে নির্দেশাবলী অনুসরণ করেন তাদের মাধ্যমে একটি আক্রান্ত ই-মেইল সবার অ্যাড্রেস বক্সে চলে যায়।
এই আক্রমণ নিয়ে কনটেন্ট শেয়ারিং কমিউনিটি রেডিটে ব্যবহারকারীরা আক্রমণে ছবি দিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য করেছেন। পরে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ভুয়া পেজ এবং অ্যাপ্লিকেশনসহ এই আক্রমণ এক ঘণ্টার মধ্যেই বন্ধ করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই স্ক্যাম প্রচারণায় ০.১ শতাংশেরও কম জি-মেইল ব্যবহারকারী আক্রান্ত হয়েছে।
প্রসঙ্গত, ফিশিং হলো হ্যাক করার একটি ফন্দি যেখানে স্বীকৃত কোম্পানি হিসাবে ব্যবহারকারীকে ধোঁকা দিয়ে তার ব্যক্তিগত ডেটা হাতিয়ে নেওয়া হয়।
সূত্র: বিবিসি