বায়েজীদ (গাইবান্ধা জেলা প্রতিনিধি) :
বর্ষার জলে ধেয়ে এসেছে কচুরিপানা। এ পানাগুলো স্থির হয়েছে পাটানোছা নামের এক বিলে। যেনো প্রকৃতির খেয়ালে উঁকি দিচ্ছে ফুটন্ত পানাফুল। আর এই ফুলের অপরূপ দৃশ্যতে বিমোহিত সৌন্দর্যপিপাসুরা।
সরেজমিনে সোমবার সকালে গাইবান্ধার সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কের পাটানোছা বিলে দেখা যায় পানাফুলের স্বর্গীয় দৃশ্য। এসময় জেসমিন, সোহাগ, রিতু ও সাগরসহ আরো অনেকে পানাফুলের মগ্ধতায় দাঁড়িয়ে ছিলেন আপন দৃষ্টিতে।
জানা যায়, পাকা সড়কের ধারে পাটানোছা বিলটি বছরের কয়েকমাস লোকচক্ষুর আড়ালে থাকে। সেটি বর্ষা পেরিয়ে শরতে এসে হাজারো মানুষের দৃষ্টিকাড়ে। এসময়টাতে বির্স্তীণ বিলজুড়ে ফুটে উঠে পানাফুল। জলে ভাসা এসব ফুলের সৌন্দর্য উপভোগ করতে পথচারীরা দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। একই সঙ্গে ভ্রমণপিপাসু কিংবা সৌন্দর্যপিপাসু যুবক-যুবতীরাও চাতক পাখির মতো তাকিয়ে রয় বিলের দিকে। যেনো প্রাণজুড়াতে সুদুর দৃষ্টি বিলের চারিদিকে। পানাফুলের রূপেভরা পাটানোছা বিলের সৌন্দর্যকে অনেকে ক্যামেরায় ধারণ করে তা ফেসবুকেও পোষ্ট দিচ্ছেন।
বিলটিতে আসা রিয়া আক্তার রিতু নামের এক শিক্ষার্থী বলেন, বন্ধুদের ফেসবুকে পানাফুলে স্বর্গরাজ্য দেখে এখানে না এসে পারলাম না। বিলজুড়ে নজরকাড়া ফুলের দৃশ্য দেখে অনেকটাই মুগ্ধ হলাম।
স্থানীয় তোফাজ্জল হোসেন নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক বলেন, প্রতি বছর শরৎকালে পানাফুলে সাজিয়ে উঠে পাটানোছা বিলটি। ফলে দুরের মানুষদের কাছেও বেশ পরিচিত হয়ে উঠেছে এ জায়গাটি। সম্প্রতি প্রতিদিন শত শত মানুষ ফুটন্ত ফুলের সৌন্দর্য্য দেখতে আসেন এ বিলে।