গাংনীতে শিশু যৌন নির্যাতন, বৃদ্ধ আটক

0
12

নিউজ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে ২য় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে যৌন নির্যাতনের দায়ে ৬৫ বছরের এক বৃদ্ধ আটক হয়েছেন। এ ঘটনায় গত রোবাবার রাতে নির্যাতিত ওই শিশুর কন্যার মা চম্পা খাতুন বাদী হয়ে একটি মামলা করেন। গাংনী থানায় মামলা নম্বর ১৪, তারিখ ১৪/০৬/২০২০ইং। গতকাল সোমবার সকালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন। মামলার আসামি আক্কাস আলীকে (৬৫) আটক করে গতকাল সোমবারই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গত রোববার বেলা তিনটার দিকে উপজেলার বামুন্দীর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছিল।
‘মামলার এজাহার সূত্রে জানা গেছে, আক্কাস আলী তাঁর প্রতিবেশী হওয়ার কারণে শিশুকন্যার বাড়িতে পরিবারের সদস্যদের যাতায়াত ছিল। ঘটনার দিন ওই শিশুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আক্কাস আলী তাঁর নিজ বাড়িতে ডেকে নিয়ে যৌন নির্যাতন করেন। পরে ঘটনাটি ধামচাপা দিতে ওই শিশুকে হুমকিও দেন আক্কাস আলী। পরিবারের কাউকে যৌন নির্যাতনের কারণে মেয়ের শারীরিক অবস্থা দূর্বল হয়ে পড়লে তখন তার মাকে নির্যাতনের বিষয়টি খুলে বলে। এরপর অভিযুক্তের বিচারের দাবিতে থানায় মামলা করতে আসে শিশুটির পরিবার। শিশু কন্যার মা বাদী হয়ে মামলা করায় আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঝিনাইদহ জেলার মৃত তোরাপ আলীর ছেলে আক্কাস আলী (৬৫) হার্টিকালচারের সাবেক কর্মচারী। হার্টিকালচারে চাকরি থেকে অবসর নিয়ে নিজ জেলায় না গিয়ে বামুন্দি হাসপাতাল পাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে ওসি (তদন্ত) সাজেদুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিছেলাম। একটি শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। প্রাথমিকভাবে আসামি আক্কাস আলী যৌন নির্যাতনের কথা স্বীকার করেছেন। মেডিক্যাল রির্পোট হাতে পেলে বিষয়টি পরিস্কার হওয়া যাবে। আসামি আক্কাস আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।