গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে পাখিভ্যানচালকের মৃত্যু

0
10

নিউজ ডেস্ক:গাংনী উপজেলার হিন্দা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আহার আলী (৩০) নামের এক পাখিভ্যানচালকের মৃত্যু হয়েছে। আহার আলী হিন্দা গ্রামের পশ্চিমপাড়ার আনিছুর রহমানের ছেলে। নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় আহার আলী মাঠ থেকে ভেজা শরীরে বাড়িতে এসে ব্যাটারিচালিত পাখিভ্যানে চার্জ দিতে গেলে তিনি হঠাৎ পড়ে যান। এ সময় পরিবারের লোকজন তাঁর জ্ঞান হারিয়েছে ভেবে মাথায় পানি দেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।