নিউজ ডেস্ক:দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বিশেষ করে পেঁয়াজের বাজার মূল্যে নিয়ন্ত্রণে রাখতে গাংনী বাজার মনিটরিং কমিটির সদস্যরা গাংনী কাঁচা বাজার ও খুচরা বাজারে অভিযান চালিয়ে পেয়াজের মূল্য ২০০ টাকার বেশি রাখা যাবে না বলে প্রচার করে। নির্ধারিত এ মূল্যের বেশি দরে পেয়াজ বিক্রি করলে জেল-জরিমানা হবে বলেও তাদের জানিয়ে দেওয়া হয়।
এ সময় বাজার মনিটরিং কমিটির প্রধান উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, পৌর মেয়র আশরাফুল ইসলাম, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবাইদুর রহমান, বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান স্বপন, সাধারন সম্পাদক বজলুর রহমান বুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী পৌর কাউন্সিলর নবির উদ্দীন, ক্যাবের নেতা মাজেদুল হক মানিক ও গাংনী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহাবুব আলম উপস্থিত ছিলেন। এরআগে পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণ ও মূল্য কিভাবে কমানো যায় তা নিয়ে মতবিনিময় করা হয় ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে।